দীনের নামে আজব তাবলীগ

দীনের নামে আজব তাবলীগ( !!!!)
 ফাজালে হজ্ব ১১৯ পৃঃ জাকারিয়া কানলবী তাবলীগ করার জন্ন লিখেছেন, আল্লার রাসুল সঃ এর কবরের মাটি, “আল্লার আরশ,কুরশী, কাবা হইতে শ্রেষ্ঠ “।( আউজুবিল্লা) । এই কবরপুজারী জাকারিয়া কি তাবলীগ করছে?? মোমিনের শ্রেষঠ দুরুদ হলো দুরুদে ইব্রাহীম , যা আমরা সলাতে পড়ি ।। আর এই বিদাতী জাকারীয়া ফাজায়েলে হজ্ব এ ৪৩ পৃঃ লিখেছে তার বুজুর্গ ইবনুল এর বানানু কবিতাটা নাকি সকল দুরুদ হইতে শ্রেষঠ ।(নাউজুবিল্লা) । তার ফাজায়েল হজ্ব ১৭৪ পৃ: লিখেছে, “দুনিয়ার কাপরের চেয়ে উলংগ থাকা ভাল ,, এবং এই জাহেল আরও লিখেছে,” মানুষ যদি আল্লার যাতের তওয়াফ করিত তবে কাবার প্রয়োজন হত না ” এই শয়তান সুফী কয় কি!!!??? তারা আরও বলে খিজির আঃ নাকি এখন ও জীবিত, তাদের বৈঠকে আসে এবং তাদের সাথে কথা বলে ।। ফাজায়েলে দুরুদ এর ১১৬-১১৭ পৃ দরুদ এর নামে তাদের কবিতা গুলো পরে দেখেন, আল্লার কসম করে বলছি কমপক্খে ৪ টি শীর্ক এ আকবর রয়েছে ।। যেমন সে লিখেছে ইয়া রাসুল আল্লাহ, “দুর্বল ও অসহায়কে সাহায্য করুন”।। হায় ! আপসোস, সে কি সলাত এ সুরা ফাতেহা পড়ে নাই ?? ফাজায়েলে দুরুদ পৃঃ১০৫ এ সে লিখেছে'” আল্লার রাসুল সঃ আকাশ দিয়ে উড়ে এসে তাদের এক বজুর্গের মায়ের পেটে হাত বুলিয়ে পেটের ফুলা কমিয়ে দিয়েছে “।। (আসতাগফিরুল্লা)।এই ভন্ড জাকারিয়া কিসের তাবলীগ করছে !! নাউজুবিল্লা,, এটাতো রাসুলের নামে জেনার অপবাদ স্বরুপ ।। এই শীর্ক ও বিদাতী ইলিয়াসী তাবলীগ বন্ধ কর, যদি তোমরা মুমিন হও।। বেরলবী আর তোমরা হচ্ছ একই মুদ্রার এপিঠ ওপিঠ মাএ।। তাতে কোন সন্দহ নাই।। ফাজায়েলে আমল এ লিখা আছে তাদের এক বুজুর্গ প্রতিদিন এক হাজার রাকাত নামাজ পড়ত, আরও লিখা আছে তাদের এক বুজুর্গ এক রাকাতে সম্পূর্ন কোরআন শরীফ খতম করতেন !! তাদের কথিত বুজুর্গের ইবাদতের নিকট আল্লার রাসুল ও ফেল করছেন!! নাউজুবিল্লাহ ।। তারা দেওবন্দী হুজুরগন তো জর্দাখোর, মনে হয় জাকারীয়া জর্দা বেশী খাওয়াতে গাজার নিশায় ধরেছিল, এই নেশা অবস্হায় এসব গাজাখোরী কিচ্ছা গুলো তাবলীগের নামে চালিয়ে দিয়েছে ।। আর তোমরা এইসব তাবলীগের নামে শীর্ক ও বিদাত ও মিথ্যা গাজাখুরী কাহিনীকে দীন বানীয়ে ইলিয়াসী দীনের তাবলীগ করছ ।। তোমরা কি অন্ধ ও বধীর?? আল্লার কসম,এই ইলীয়াসী ও জাকারীয়া মার্কা তাবলীগ , ওহীর তাবলীগ হতে হাজার হাজার মাইল দূরে………………..

Leave a comment