রাসুল(স) পৃথিবীতে চলে আসার পর মুসা(আ) ও যদি জীবিত থাকতো, তবে তাঁকেও রাসুল(স) এর আনুগত্য করতেই হত

রাসুল(স) পৃথিবীতে চলে আসার পর মুসা(আ) ও যদি জীবিত থাকতো, তবে তাঁকেও রাসুল(স) এর আনুগত্য করতেই হত, অর্থাৎ যাবতীয় ইবাদাতের ক্ষেত্রে রাসুল(স) এর দেখানো পথ ছাড়া তিনি (মুসা (আ)ও নিজের কোন মত ও পথ গ্রহন করার স্বাধীনতা ছিল না।
এই বর্নণাটি আমরা সকলেই জানি।

মাশাআল্লাহ, তাবলিগ জামাতের লোকজন আজ পর্যন্ত কেউই যে মিথ্যে কথাটি আমার সামনে বলেনি- তা হল, তারা দাওয়াতের ক্ষেত্রে রাসুল(স) এর তরীকা অনুসরন করে। বরং, তারা বলে যে, হ্যাঁ আমরা ইলিয়াসের পথ অনুসরন করি, তাতে সমস্যা কি? হাজার হাজার লোক সালাতে আসছে…. ইত্যাদি ইত্যাদি- তো এদের সাথে তর্ক করে কখনও লাভ হয়নি।
কারন, এরা বোধহয়, দাওয়াতকে ইবাদাত ভাবেই না। আমার মনে হয়, যদি ভাবত তবে উপরোক্ত হাদিস অনুযায়ী তারা এটাকে রাসুল(স) এর দেখানো পদ্ধতি অনুযায়ী করার জন্য কিছুমাত্র হলেও চেষ্টা করত। সুতরাং, তাদের পন্ডশ্রমে রোনাজারি করে আর কি লাভ

Leave a comment