হানাফী ফির্কার স্বরূপ উদঘাটন,

হানাফী ফির্কার স্বরূপ উদঘাটন,
এই সম্পর্কে আমরা কিছুই বলতে চাই না ৷ আমরা কেবল হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর একটি বক্তব্য তুলে ধরে মুফতি কাসেমী সাহেবদের নিকট ফতোয়া চাইছি, ফতোয়া দিন ৷ হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণীতে যে ৭৩ দলের কথা বলা হয়েছে মূলত সে দল হল ১০টি ৷
যথাঃ
-১৷ আহলুস -সুন্নাহ্,  ২৷ খাওয়ারিজ,  ৩৷ শিয়া,  ৪৷ মুতাযিলা,  ৫৷ মুরজিয়া,  ৬৷ মুশাব্বাহা,  ৭৷ জাহামিয়া,  ৮৷ যারারিয়াহ,  ৯৷ নাজ্জারিয়াহ,  ১০৷ কালাবিয়াহ ৷

 “আহলুস-সুন্নাহর মধ্যে কোন দল নাই ঐদল গুলির মধ্যে আহলুস-সুন্নাহ ছাড়া আর কোন দলই মুক্তি পাবে না” ৷ (গুনিয়াতুত-তালেবীন ৩০৯ পৃষ্ঠা মাকতাবা-সউদিয়াঃ কোরমাল -সি, খিলনানী রোড, আরটিলারী ময়দান -করাচী-১)

আর আহলুস-সুন্নাহর নাম মাত্র একটি তা হল আহলে হাদীস ৷ আহলে হাদীস ছাড়া আহলুস-সুন্নাহর আর কোন নাম নাই “(গুনিয়াতুত-তালেবীন-২৯৪পৃষ্ঠা)
আহলে হাদীস মুক্তি প্রাপ্ত দলের লোক সংখ্যা কোন কালেই বাতিলদের তুলনায় বেশী হবে না বরং সর্বকালে আহলে হাদীস দলের লোক সংখ্যা কম হবে ৷ আল্লাহ্ কম সংখ্যক আহলে হাদীসদের দ্বারা তার দ্বীনের হেফাযত করবেন” (গুনীয়াতুত-তালেবীন-৩০১ পৃষ্ঠা)
আব্দুল কাদের জিলানী (রহঃ) পূর্বে বাতিল ও জাহান্নামী ১০ দলের কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটি ছিল মুরজিয়াহ ৷ আব্দুল কাদের জিলানী (রহঃ) বলেন- “মুরজিয়াহ দল ১২ দলে বিভক্ত ৷ যথাঃ-
১৷ জাহামিয়া  ২৷ সালেহিয়া  ৩৷ শামারিয়া  ৪৷ ইউনুসিয়া   ৫৷ ইউনানীয়াহ  ৬৷ নাজ্জারিয়াহ   ৭৷ গায়লানিয়াহ  ৮৷ শমায়বিয়াহ  ৯৷ হানাফিয়াহ  ১০৷ মুয়াবিয়াহ  ১১৷ মরিসিয়াহ  ১২৷ কারামিয়াহ ”  ৷
মুরজিয়াহ জাহান্নামী ১২দলের এক দল হল “হানাফিয়া যারা আবু হানীফা নোমান বিন সাবেতের অনুসারী ” ৷ (গুনিয়াতুত-তালেবীন -৩৩৩ পৃষ্ঠা ৷
মুফতি কাসেমী সাহেবদের বলছি – হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর বক্তব্যে আপনাদের ফতোয়া জানাবেন কি ?
আপনাদের দৃষ্টিতে যদি আহলে হাদীসগণ পথভ্রষ্ট হয় তাহলে আব্দুল কাদের জিলানী (রহঃ) কি গোমরাহ ?

আমি শায়েখ আব্দুল কাদের জিলানী কে ভালোবাসী এবং আহলে হাদীসদের ভালোবাসী ৷

Leave a comment